
সুবোধ সরকার -এর কবিতা
স্কুল
খুলে দিলাম ভালবাসার স্কুল
কিন্তু আমি ভুল করেছি, ভুল
প্রথম থেকে বন্ধ এই বাড়ি।
স্কুল কি খোলা, কী করে হয় ক্লাস?
ফেল করে না কেউ করে না পাশ
আমি এখানে অনুসরণকারী।
স্কুলের কোনও ফিজ লাগে না কারো
বাবা মায়েরা , ভর্তি হতে পারো
এখানে আমি ক্লাস নিতেও পারি।
এখানে কেউ প্রশ্ন করে নাকি
সরকারি না বেসরকারি স্কুল
প্রাইমারি না আপার প্রাইমারি?
ছাত্র আমি, অনুসরণকারী
আমি এখানে ক্লাস নিতেও পারি।
সুপারনোভা
গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা ছিল তোমার স্তন
সুন্দর,তোমাকে নিয়ে পৃথিবীর কী আয়োজন!
ঢেকে রাখি বলেই কি না ঢাকা থাকে আমার সুখ
সরে যায় পাপড়ি দুটো দেখা দেয় স্তনের মুখ।
ভালবাসা সব পেলেও ,ভালবাসা চাবি কি পায়?
আলো লেগে ফেরৎ আসে তোমার ওই বিভাজিকায়
ওই মুখে আমার মুখ নেবে তুমি কোন দুপুরে?
চুরি করে সব মেয়েরা, ধরা পড়ো তুমি নূপুরে।
গোলাপের পাপড়ি তুলে আমি দেখি সুপারনোভা
ধ্রুবতারা নিজেই চুপ ,সেই থেকে আমিও বোবা।
কোনো বাটি ঢাকা থাকে না,আমি শুধু পাপড়ি তুলি
ভালবাসা চায় না রাত , ভালবাসা চায় গোধূলি।
যেই আমি মুখ দিয়েছি কাঞ্চনে ,কালো বোঁটায়
শতভিষা আমার গায়ে সারারাত ফুল ফোটায়।
সারারাত ফুল ফোটাই , সারারাত ভুল করি গো
সব পথ সুপারনোভা, মেয়েরা কী মায়ামৃগ?
তুমি হলে আসল মায়া তুমি সেই আগুননারী
তুমি যত আগুন পারো আমি তত আগুন পারি।