
সৈকত ঘোষ-এর কবিতা
নিখুঁত শূন্যের কৌতূহল
অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে যে ধোঁয়া ওঠে মধুচন্দ্রিমার
সেখানে কোনও জড়তা থাকে না
অভিমানের ডালপালা ক্রমশ আঙুল চিরে নক্ষত্র খুঁজে আনে
এরপর পুরোনো নস্টালজিয়া,
ক্রমশ জড়িয়ে যেতে যেতে কৃৎকৌশল ভিজে ওঠে
চাঁদের নামতায় আড়মোড়া ভাঙে রাতের ট্রিঙ্কাস
দূর বহু দূর,
এখান থেকে কোনও এক হেমলক
শিকড় চিনে নেয় তোমার
ঢিলেঢালা ব্রা-এর ভিতর শ্রাবণ অভ্যেস
যেটুকু বিষ ছিল
থেমে থেমে বেজে ওঠে মোৎসার্ট
সে ভাষায় কিছুটা আকাশ,
কিছুটা তোমার ছায়া অন্যমনস্ক
সে সব হরিণী আর নিঃসঙ্গ জাফরান
প্রেমের অমনিবাস ছিঁড়ে অপার্থিব সৌন্দর্য ঢেলে দেয়
কী মায়া সে স্পর্শে, কী তার মূর্ছনা
আমি ফিরে দেখার বাহানায় মুছেদিই মলাটহীন আশ্রয়টুকু
অপেক্ষা জমিয়ে রাখে তোমার ছায়া,
আর কিছুটা নিখুঁত শূন্যের কৌতুহল