
সেবন্তী ঘোষ-এর কবিতা
মেয়েদের গল্পগুলি
মেয়েদের গল্পগুলি ছিল জোলো, ধরাধরি হাত
অরণ্য ঘিরছে, দুলছে শাল, মঞ্জরীর বুকে ফাঁদ
ফুল্ল কুসুমিত ট্রাক ভরে ছড়িয়ে পড়ছে মজদুর অরণ্যে
জানু পেতে, ভূমি ছুঁয়ে বলছে, মা, আমিও দিলাম-
একরত্তি ক্রন্দন, নাড়িতে জড়ানো, অবিকল যেন তুমি!
মাটি, গাছ, পৃথিবী, মেয়েদের গল্পগুলি এমনই
গৃহ ঘিরছে আগুন, যেন বসন্ত পলাশ শিমূল!
লক্ষ্মীছাড়ি ভুল করে চিনেছিল শেলেট পাঠখড়ি
চেলাকাঠ উনুনে নয়, পিঠে ঘাড়ে পড়েছে যখনি
অষ্ট প্রহর হরিবোলে ঢেকে গেছে, বলেছে জননী
আর নয় ,ইহ জন্মে আকন্দ ভাঁট হব, হব না কবুতর
তুমি বাজ হবে বলে, আর শিকার হব না নাগর


বেশ লেখা । 🌿
মেয়েদের গল্পগুলি আজও একই থেকে যাচ্ছে… শতাব্দী সাবালক হয়ে গেছে;আমরা আর কত কাল নেব !!!