
সায়ন রায়-এর কবিতা
এক নৈশ অতিকথা
অমর ভাবুক আর সকল দূরের রাত
জন্ম দেয় গল্পগুছ সুহানা সফর
প্রেম ছিল জল ছিল রঙ্গ ও রঙিন কাচ
অনেক আদর শেষে প্রশমিত হয়
তবু ব্যথা জেগে থাকে, জীবন তো সোনা নয়
মরিচার গুঁড়ো গুঁড়ো, জেগে থাকে ক্ষয়
এক জীবনের দেনা ভ্রমণ হে ভ্রামণিক
গান খাও ছবি খাও, খাও কবিতাও
নুনের সাগর ঠেলে কিছু কড়ি গুনে নাও
কিছু চাকা ভাসমান সহজে গড়ায়
আর সত্য ভ্রম হয়ে পথে পথে ফেরি করে
তাৎক্ষণিক জাদুবাক্স মুহূর্তের সুখ
মানুষের মুখ বলে মিছিলে মিছিলে হেঁটে
তুমিও দেখেছ একা হওয়াটাই গতি
এই গ্রহ নিবারক, সৎ সাধু ও পাবক
মিশে যায় একইসঙ্গে সাধ ও সঙ্গতি।