
শ্রীদর্শিনী চক্রবর্তীর কবিতা
খেলা
বিশ্বাসে মিলায় সখা তর্কে অনটন –
রুহিতে যদি না-মেলে ফের বাড়াও হরতন।
রঙেও যদি অমিল তবে অন্য খেলাতে
বোড়ের ঘরে মন্ত্রী গেলেও বোড়ে হয় না যে
তুচ্ছ তাকে ভাবছ – সে আহাম্মকি বড়
একঘর এগোয় তবু সংখ্যাগুরুতর,
ফের অন্য খেলা? সখা, জিত এতটা প্রিয়?
সংঘাতে মিলায় দৈন্য – ভালোবাসা নিও।
ভালো লাগলো! লেখা চলুক।
ভালো লিখেছেন! আরও লিখুন।