
শ্যামশ্রী রায় কর্মকার -এর কবিতাগুচ্ছ
এপোস্ট্রফিক
১.
নতমুখী পালকের মতো ধীরলয়ে
নেমে আসছে কার্তিকের দিন
তার শুরুতে পাখিরা ওড়ে, ঠিক যেন উদ্ধৃতিচিহ্নটি
উড়ান নিজেই বাক্য, যতিচিহ্নহীন
২.
এবং মেয়েটি
যার জ্বরের ভেতর লাল ডুরে মৌমাছি
অবিরত আসে যায়, মধুদাগ শরীরের
প্রহরে প্রহরে
বন্ধনীচিহ্নের মতো দু’একটা রাত এসে তার
অপটু জ্যোৎস্না ঘিরে ধরে
৩.
যতি
কথার পায়ের কাছে জল
যত যা তুষার ছিল
স্পর্শে গলে গেছে গতকাল
গুচ্ছপ্রেম
শ্যামশ্রী রায় কর্মকার
১.
কীর্তনের মতো তীব্র প্রেমের যন্ত্রণা
বাতাসে ছড়িয়ে আছে
বউটির দেহ কাঁপে,থেকে থেকে শ্বাসের খঞ্জনি
বেজে ওঠে, আসমুদ্র নুন হয়ে যায়
২.
ভাঙা ফ্রেমে ঢুকে দেখি
মেয়েটি এক নির্জন মণ্ডপ
সুখেরা ভাসানে গেছে তাকে একা ফেলে
৩.
প্রকাশ্য স্নানের রঙ বেজে উঠলে
ছিটকে আসে জল
কখনো নৌকাভ্রম, কখনো বন্দর
তোমাকে নিয়েই গল্প শুরু হতে থাকে প্রতিদিন
CATEGORIES কবিতা
ভালো লাগলো শ্যামশ্রী দিদির কবিতা!
ধন্যবাদ 🙏