
শুভব্রত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
লোহার নিষেধ জড়ানো তার
লোহার নিষেধ জড়ানো তার
আর সন্ধের চাঁদ—
খুব অলীক কোনও
বসন্তসমাগম?
হিমাংশু দত্তর কাছে
উত্তর না পেয়ে
ফিরে যেতেই
আকাশ থেকে নেমে আসে
গোলাপি হলুদ লিফলেট
কাঠের পা
আরও কাঠের পা
এবং শেষে
বোমার আওয়াজে ঢেকে যায়
উড়োজাহাজের সশব্দ সংশয়
এবং কিছু অন্ধকার শূন্যতা
বইয়ের ভিতর ঘুমন্ত ইউনিকর্ন
আর অন্ধ চশমার কাচ
আজ সব স্তব্ধতার পাশে এসে দাঁড়াবে
আঙুল রাখবে
নীরব অলিখিত জেলখানার চিঠিতে
পুরনো কলমের ভাঙা ঢাকনায়
এখনও খোদাই করা—
দেয়াল আর বিয়োগচিহ্নের ইতিহাস
এখনও সাদা পৃষ্ঠাতেই
লেখা হয়ে আছে
সবচেয়ে সুন্দর কবিতা
বন্দিশিবিরে শুধু লাল বৃষ্টির স্মৃতি
বন্দিশিবিরে শুধু লুকনো স্বরলিপি
বইয়ের ভিতর থেকে ঘুমন্ত ইউনিকর্ন
আজ সব কান্নার চরে এসে দাঁড়াবে