শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা
ঘৃষ্টগাত্রী
কাজলের রঙ সহজে ওঠে গা থেকে
ঘাটবাঁওরে বসে তাই নেপথ্যচারিণীর মতোই তুমি
চুল নিকিয়ে নিচ্ছ বেলাভোর
প্রাসাদে তখন বিজয়ডঙ্কা বাজছে ঘনঘন
মহামহোপাধ্যায় বিজয়সরণী বেয়ে শিকারভ্রমণে যাবেন
তুমি রাজপরিহিতা
পরাভূত নৃপতিরমণী
কাজলের রঙ সহজে ওঠে না
ঘাটবাঁওরে বসে তাই নেপথ্যচারিণীর মতো
গুলিয়ে ফেলছ রঙ
সিঁদুর আর কাজলের রঙ।
বর্ষবরণ
মুরুগুমা দেখতে পাই পলাশঝড়ের আড়াল থেকে
হ্রদের বুকে তখন পূর্ণিমাচাঁদ
বসন্তহোলিরঙ খেলে চলেছে কোনও পাহাড়ি উপদেবতার সঙ্গে
গাছালির কলতানে শুষ্কতা নেই
পরিযায়ী পাখিদের ভীড়ে মনে হয়
ঠিকানাবিহীন কোনও মারাংবুরুর সহোদর
দরজায় অপেক্ষমান
আজ তার নিজস্ব পাখিদরবার
আজ তার সমাগম বর্ষবরণ