
শীর্ষা-র কবিতা
পরজীবী আত্মার বই
১
বিষাদের কাছে বন্ধক থাকছে আয়ু,
বন্ধক থাকছে যাবতীয় মায়ার
প্রতিমা। আলো মরে এলে দিগন্তের
সুবিস্তৃত ক্ষেত জুড়ে ছুটে বেড়াচ্ছে
কালো বেড়ালের কান্না – বিষাদ যার প্রতিটি
লোমে অমরত্বের প্রতিজ্ঞা এঁকে রেখে গেছে!
এমনই এক কৃষ্ণকায় মেঘের পাঁজরে শ্বাস
নিচ্ছে পৃথিবীর প্রতিটি গৃহ, প্রতিটি
শিল্পের তুলি; অগণিত নাগের চুম্বন
যার একমাত্র সখা, একান্ত সুহৃদের বাহু!
২
অজস্র শহরের পাদদেশে জন্ম নেওয়া
আশার আলোকমালা দিয়ে আমরা
গড়ে তুলেছি আমাদের নিজস্ব দেরাজ,
দেরাজের কাঠ। প্রতিটি পালিশে
ছড়িয়ে আছে বাহুল্যের তারপিন,
চমকের সুদৃঢ় গন্ধ। শৈশবের কোমল
বিকেলকে বন্ধক দিয়ে আর ফিরে আসতে
পারেনি যে বালিকা, তার পদচিহ্নে গচ্ছিত
রেখেছি আমাদের যাবতীয় দ্বিধার পাহাড়।
আর তার শরীরের প্রতিটি অঙ্গে
হিসি করে যাচ্ছে আপামর বিষাদকুক্কুরীর দল