শীর্ষা
একটি সাদা ফুল
বিষণ্ণতা সেই আশ্চর্য সাদা ফুল, অজস্র কবিতার
দেহ বেচে যে আমার অমরত্ব কিনে নিল – জীবনের প্রতি
যাবতীয় দায়বদ্ধতা তাই এই ব্যবসার কাছে জমা রাখি,
জমা রাখি এ জীবন এবং আগামী জীবন, এবং
আগামী সমস্ত জীবনের মাছের চোখ,
এমনকি অর্জুনের তিরগুলিও – আমার জমা রাখার গায়ে
জন্ম নেয় থোকা থোকা দীপাবলির মুখ, চোখ ধাঁধিয়ে যায়
সহস্র আশাফুলের উনুনবিহারে, আর আচমকাই
যাবতীয় উৎসবকে তুচ্ছতার ফুঁ দিতে দিতে এগিয়ে আসে
মরুভূমির নির্বিকার সেই উট, মিটমিট করে ধুঁকতে থাকা
একটি সামান্য উট – বিষণ্ণতার সাদা ফুল যার
সমস্ত গ্রীবা জুড়ে আঙুরের মতো ঝোলে