
রুমা তপাদার -এর কবিতাগুচ্ছ
উৎসব
১
শুধুমাত্র একটি মুখ প্রেমিকের হতে পারে
শুধুমাত্র একটি শব্দ আমৃত্যু সম্বল হতে পারে
হতে পারে ঘৃণা শব্দ প্রেম শব্দ ধাতু-ব্যবহার
আজকাল উৎসবেও মনে পড়েনা তোমার!
নিদ্রাহীন শেষ রাত্রি কানে কানে বলে—
হাত থেকে চাঁদ পড়ে যায় দামোদর জলে
জল থেকে অশ্রু ওঠে বাস্প বাস্প ভাপ
পৃথিবীতে চাঁদ প্রেম পাপ, মহাপাপ
তুমি যার তুমি তার যা আছে গোপন থাক বুকে
জল কিন্তু উঠে যায় না আলোই নিজে পড়ে ঝুঁকে
ধৈর্য ধরি তবে আরও অপেক্ষাও করি তিলে তিলে
শেষমেষ স্বপ্ন সেই লহমায় কাছে টেনে নিলে।
হাতে হাত মুখ নেই মানে মান অপমান সার
কতটা সহজে বলো, উৎসবেও মনে পড়েনা তোমার!
২
কোনও একটি দিন বিকেলই ছিল সম্ভবত
নামেনি যদিও সূর্য তুমি নেমে এসে পাশে বসেছিলে
উৎসব উৎসব মরশুম চোখে কত আটকে থাকা কথা
তুমি ভেবেছ, কিছু না ধ্বনিমাত্র তাকিয়েছ প্রতিধ্বনি প্রবণতা
মনে নেই সেই রাত? উৎসব উৎসব মঞ্চময়..
সব ভুল সব ভুল ভেবেছি একাই আমি, আজ সমস্ত বিষ্ময়!
৩
তোমার রাত্রিরা আজ তারাজন্ম তারাজন্ম পাক
স্নেহ আলো রোদ জল পাক মাটির প্রবাহ
সেই কবে দুহাতে করেছি আমি নিজের শবদাহ।
দারুণ লাগলো। সব কবিতা পড়ে।
অশেষ মুগ্ধতা।
— উত্তম মোদক। ১৯/১১/২৩