বিবস্বান-এর কবিতা
শারদীয়া
স্বপ্ন ভাঙলে পরে মনে হল যেন
ছুটিঘন্টা বাজিয়েছে অলীক সকাল
মফস্বল রোদ হয়ে বুক পেতে আছে
শহরের দিকে যাচ্ছে ডাউনের ট্রেন
গান গেয়ে উঠছে কোনও গ্রামীণ ভিখারি।
কে যেন তাহার খুঁটে গুঁজে দিল মেঘ,
আকাশের মাঠ জোড়া কাশফুল বন
কী যেন বাউল হাওয়া বেরিয়েছে পথে
আর তাকে ফেরানো যাবে না