প্রসূন মজুমদার-এর কবিতা
ঈহা
কেবল ছবি না
বাগদেবী বীণা
বাজালে উতল সুরে দূর ভাসে।
সরে যায় বালি
উথালিপাথালি
ডাকে সমুদ্র ঘন উচ্ছ্বাসে।
সোজা নয় অত
ভিতরে নিয়ত
ছন্দকে ছুঁয়ে আনন্দ ছোঁয়া
আলো ছুঁতে পেলে
আরো ভূতে পেলে
প্রভূতে হারাব, না করে পরোয়া।
হাওয়া নয় ভালো
আমাকে শেখাল
কীভাবে আড়ালে মণি পাওয়া যায়।
নাভিতে পদ্ম
পরম আরাধ্য
আলো খুঁড়ে আলো মিশেছে হাওয়ায়।