
নীলাদ্রি দেবএর কবিতাগুচ্ছ
বনপথ
———
কফি কাপে চাঁদ গলে পড়ছে
সিগন্যাল আছে, ট্রাফিক নেই
অতএব নির্ভেজাল খসড়া খাতা
শহরের ম্যাস্টিক ক্ষয়ে গেলেও
এ তাঁবুর যায় আসে না
পতাকায় কি মেঘ লেগে আছে!
আজন্ম অন্ধকার ডিঙিয়ে মানুষ
মানুষ আরও অন্ধকার, স্যাঁতসেঁতে
আর গলিপথ বারবার মিশে যাচ্ছে বনপথেই
গান
——
চাঁদের মাফলারে বুনোফুল
গন্ধ ও গন্ধের শরীরে মাছি
আলো নেভাও
আগামীর কোলে নোনাজল
নিরাসক্ত হাঁ ঘিরে আর্তনাদ
বাঁচাও ওদের
কে বা কারা আজ অবলুপ্ত
ডানাশরীরে ঘুম লেগে আছে
কে ওরা, অবাক
আদৌ এর দায়িত্ব নেবে না
গানের ভেতরই অনন্ত গান
ঢেউ
——–
মশাল
কোথাও বালি ও কাঁকড়
ফেলে আসা পাণ্ডুলিপির গর্তে
বাস্তুসাপ
আসন্ন ও আগামীর মাঝে স্পেস
যাবতীয় দেনা পাওনার শেষে
ষোলোআনা সন্ধেকাল
বিষ হারিয়ে আমরাও আদি ঢেউ
সন্দেহ
———
ধোঁয়ার ভেতর চেনা অচেনা মুখ
যৌথজার্নিতে ঘন শিশিরপাত
রঙিন পালক খসে গেলে
রাজহাঁস ভেসে ওঠে
মৃত দুপুর, মৃত দিঘির জলে
কোনো ছায়া নেই
হলুদ হয়েছে আইডেন্টিটি কার্ড
যদিও রাত ও ভোরের ভেতর
অনেক সন্দেহ
ট্রিপলডট, পাখিডাক
—————————-
এযাবৎ লেখা বনরাতগুলো
আগুনমুখো গান ও গল্পগুলো
সবটাই দীর্ঘ, বিরতিসর্বস্ব
মাত্রই মাদুর বিছিয়ে দিলাম
গড়িয়ে যাচ্ছে বিষাদতরল
অথচ ট্রিপলডট
নেটওয়ার্ক পরিসীমা বাইরে
অচেনা পাখিডাক