ধৃতিরূপা দাস-এর কবিতা
প্রশম লাল
১
কম্যুনে কল গজালো।
খেতে দিই? সুস্বাস্থ্য হোক?
আমি’টির বাধ্য ছোলার
ও ছোলার বাধ্য আমি’র।
২
খুঁটিদেব পুজোর আগে
ছিল ঠিক জ্যান্ত, এখন
চিনিটুক সরিয়ে নেয়া।
তাও থেকে যাচ্ছে কোথায়?
কলোনির পিঁপড়েগুলো?
কর্তিত আঙুল– পোষা,
বুঝি তার বাস্তু গোসাপ
ঠেলা দেয় একটু পুঁজির
কাটা চেন প্যান্টুলুনে!
ডিম ঝরে ঝরার নুনে।
যতদিন এইভাবে যায়!
যতদিন নিংড়ে চেটে
প্রাণীটির ন্যাংটো মেটে
পরিণাম বাছতে পারে
নিচু থানকুনির ডগায়!
তার তলা বিছিয়ে থাকা।
পায়ু থেকে ব্রহ্মতালু
ফুঁড়ে নিক একক ঘাসে?
আসমান ফিঙের হল।
ওড়ে তার সংগ্রাহী জিভ,
ধরে খায় গতির পাখা।
৩
কতক্ষণ বসতে পার?
ততোধিক তিন ফালি দাঁত—
কী বিকট ভ্যাবলা ভাবো!
আমাদের মৌল খুনি!
কী সরল গোল করে দেয়
সবেদা ফুল দুউঠান!
৪
সংগত বিকেল ফুরোয়।
প্রেম তবু সারছিল না।
যতক্ষণ বইছিল পিঠ (ম্যাজিক ম্যাজিক!)
আমাদের বইগুলোকে।
চড়া বৈশাখ দুপুরে
রোগা পিঠ লিখতে বসায়।
আর কোনও তীব্র সাঁকো
নেই দুটো কণার মাঝে।
৫
কমিউন খসার পরে
যাদুকে জাপটে পুষি,
যাদুকেও ভাগ দেব না
পিনদ্ধ এবং সংহত উচ্চারণ। ভাল লাগল
ধন্যবাদ
বেশ সুন্দর