
তৃণা চক্রবর্তীর কবিতা
বরফের বাড়ি
১।
যে চরিত্র কাল্পনিক
আমি তার একমাত্র সূত্র
এই দুরত্বটুকু ভাঙ্গতে গিয়ে
শেষ তিনটে সিঁড়ি, ফিরিয়ে দিচ্ছে বারবার
২।
সিঁড়ি নেই
একা ছাদ পড়ে আছে উঁচুতে
যে কথা বলাই হয় নি কোনোদিন
তার অমীমাংসিত সত্যের কাছে কীভাবে পৌঁছবে ?
৩।
কথাগুলো ধুয়ে যায় বৃষ্টি এলে
ছাদের দুঃখ কষ্টগুলো সারা বাড়ির গা বেয়ে গড়িয়ে পড়ে
বাড়ির গায়ে দুঃখের দাগ হয়ে যায়
বাড়ির দুঃখ হলে তার জানলায় এসে পড়ে হলুদ আলো
৪।
জানলা বন্ধ সারাক্ষণ
বাইরে সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়
ভেতরের কথা জানতে
ঢুকে পড়ে দুরূহ ডিসেম্বরের রোদ
৫।
রোদটুকু চলে গেলে
নিঃস্ব হয়ে বসে থাকি
যেন বরফের বাড়ি
বারান্দায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে গেছে কেউ
CATEGORIES কবিতা

