
তানিয়া চক্রবর্তীর কবিতা
আহ্লাদের জাদু
১
অন্ধ হওয়া ভাল
যে অন্ধের আলো বাতাসের মুখ হয়ে পৃথিবী শুদ্ধ করে রোজ…
বহু কিছু না শোনা ভাল
বহু কিছু না দেখাও ভাল….
অন্ধ হলে অনুভূতি বাড়ে…
চেতন অজ্ঞাতে বড় হওয়া শত্রুকে
মিত্র বানাতে শেখে….
শত্রুই বা কে, কেই বা ততোধিক মিত্র!!
যে যেমন করে পারে ভাবে….
স্বেচ্ছায় অন্ধ হলে রক্তের আহ্লাদ বাড়ে….
চুরি হওয়া মুদ্রা….
অসময়ে ফিরিয়ে দেন ঈশ্বর
২
আমি বলছি, আমাকে দেখুন
আমাকে ভুলে যাবেন না…
আমি বলছি আমাকে দেখ
আমিই সত্যিই তোকে ভুলে যাব…
ভুলে যাওয়ার ভুলে
একদিন দশজন্মের স্মৃতি মনে পড়বে….
তখন বিষ উগড়ে দেওয়া বন্ধুর হাতে
অমৃত ফেলে উড়ে যাব অন্য আকাশে…
সবাই সবাইকে কেন বুঝবে বলো?
বোঝার শক্তি বড় ক্ষুদ্র বলে
আমাদের আবেগ হয়ে তুমি ভালবাসা ফিরিয়ে,
আজ রাজপথে পাতা হয়ে পড়ে আছ