
জয় গোস্বামীর কবিতা
দিন
তোমার যে-বৃত্তি গেল জলে
তাকে নিয়ে খেলাধুলো কত!
ছোটোদের হই হল্লা হই—
দেখে যায় প্রতিপত্তিশালী
ক্ষুদ্র ও স্বাধীন রাজ্যটিও
জিতে নিয়ে নিজ অধিকারে
রাখা দরকার এই ভেবে
একক সাম্রাজ্যবাদী ক্রমে
দল তৈরি করে। ভারী দল
উৎখাত, উৎখাত করো ওকে!
দিকে দিকে প্রচারিত হয়
এই কলরব।
যে নিজেই
সরে আসে, তাকে আর ওরা
কী করে উৎখাত করবে বলো!
সাম্রাজ্যবাদীর শক্ত হাত
ডানা ছাটতে তুলে নেয় কাচি
ডানা নয় মাথা কাটো ওর
খাটো আরও খাটো করো ওকে
যেন ওর নাম নেয় না কেউ!
তোমার যে-বৃত্তি গেল জলে
সে-বৃত্তি ময়ূরপঙ্খী নাও
স্রোতে ভাসছে, কতরকম পাল!
সাদা আছে। আছে তো রঙিন…
জয় করে সব অপমান
সে এসে পড়েছে এতদিনে
কে এসেছে? কে এসেছে? কে?
এসেছে তো উষা। ভোর।
এসে গেছে পুরস্কৃত দিন।
TAGS জয় গোস্বামী


ভালো লাগলো
❤
অসাধারণ