
চন্দন ঘোষ–এর কবিতা
ভালোবাসা
তোমরা এখনও যারা ‘ভালোবাসা’ উচ্চারণ কর
তাদের সন্ধের ‘পরে বুল্ডোজার চালিয়ে দিয়েছি
সন্ধেগুলো চুরমার হয়ে ধুলো ধুলো রাত্রি হয়ে গেছে
পৃথিবী অনেক বুড়ো হল
তবু তার ফাটা ফাটা চামড়ার নীচে
এখনও কিছুটা প্রেম পিঁচুটির মতো জমে আছে
এইসব আজকাল আবশ্যক নয়
আমরা তাই শন্না দিয়ে খুঁটে খুঁটে সাফ করব সব
তারপর তুমি, আমি, আমরা সকলে
পাহাড়চূড়ায় বসে মহানন্দে বেহালা বাজাব
আর নীচে
ধ্বংসের রুক্ষতা নিয়ে অপেক্ষা করবে
এক প্রেমহীন পরমাণু যুদ্ধের শহর।
TAGS চন্দন ঘোষ


চন্দন ঘোষের কবিতা ভালো লাগলো।