
গণতান্ত্রিক
প্রসূন ভৌমিক
ধোপানাপিত বন্ধ করে দিয়ে
যারা সেদিন একঘরে করেছে
প্রতিবাদের কণ্ঠে কই মাছ
যারা সেদিন জমি কাড়লো পাট্টা অজুহাতে
বাধা দিলেই গোলার শস্য
লুঠ করেছে, আগুন জ্বালিয়েছে
ফাইভস্টার শ্রমভবন থেকে
সেদিন যত ট্রেডের নেতাগণ
কল আর মিল বন্ধ করে দিল
করন্দাতে হাত কাটলো যারা
মাস্টারের শাসনে যত রক্তনদীজল
নন্দীগ্রামে কৃষক মেরে সূর্যোদয়
যারা সেদিন লাশ লোপাট করলো অনায়াসে
তারাই আজ গণতন্ত্রপ্রিয়।
না,তারা গণতন্ত্রপ্রিয় নয়,জেনে ফেলেছি। আর এরা? ‘ প্রতিবাদের কণ্ঠে কই মাছ ‘___ ভালো লাগলো(প্রকাশটা) । 🙏
না, তারা গণতন্ত্রপ্রেমী নয়, জেনে ফেলেছি। আর এরা? ‘ প্রতিবাদের কণ্ঠে কই মাছ ‘ __ ভালো লাগলো।🙏