এক পংক্তির কবিতা
শীর্ষা
বিশ্বাস
বিশ্বাস একটি বালিকার কাচের চুড়িটি
চুড়ি
সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তী জীবন
জীবন
অদৃশ্য বোধিবৃক্ষের দৃশ্যমান ছায়া
ছায়া
মানস সরোবরে মায়ার শরীর
শরীর
পার্থিব সন্তাপের অনাবশ্যক চিরাগ
চিরাগ
স্বপ্নশেষে বেঁচে থাকা মিথ্যা আশাটি
আশা
মানুষ এবং মায়া-মধ্যবর্তী একমাত্র সেতু
সেতু
শূন্য এবং শূন্যতরের বিবাহবন্ধন
বন্ধন
পাখিটি শোনে নির্বাক প্রিয়ের উচ্চকিত গান
গান
সমাপ্তির শেষে কালের অদৃশ্য উল্লাস
উল্লাস
প্রেম বা আর্তি – একটি এককের ছদ্মদ্বৈত সেতার
*
উট
মরুভূমির পিঠে একমাত্র নাবিক
নাবিক
পথভোলা কোনো পথিকের ডাকনাম
ডাকনাম
অতীব সঙ্গোপনে মায়ার আদর
আদর
পালক খুঁটে খাচ্ছে চঞ্চুর নরম
নরম
লৌহদৃঢ় গাছের কোমল হৃদয়-তুলো
তুলো
কল্পনাকে ডানা দেওয়া প্রকৃত জাহাজ
জাহাজ
পাগল ও প্রেমিকের সন্তর্পণ দাবি
দাবি
ঘর ও বাহিরের চিরন্তন কলহ
কলহ
প্রতিবেশী ও প্রেমের ব্যক্তিগত সম্পর্ক
সম্পর্ক
আড়াল দেওয়া পথিকের একান্ত বটবৃক্ষ
বৃক্ষ
পৃথিবীর যাবতীয় মায়ার তন্তুময় দেহ
চমৎকার লাগল। খুবই ভালো।
ধন্যবাদ। আরও চেষ্টা করব।
বাহ…
ধন্যবাদ জানাই।
ভালো লাগল। শুভেচ্ছা জেন।
বেশ লাগল
ভালো লাগলো