
উৎসর্গ : শঙখ ঘোষ
হিন্দোল ভট্টাচার্য
কবি শঙ্খ ঘোষের ৮৯ তম জন্মদিনে আবহমানের শ্রদ্ধার্ঘ্য
শঙখধ্বনি
( উৎসর্গ – কবি শঙখ ঘোষকে, তাঁর জন্মদিনে)
যেন বা জলের শব্দ, সরু উঠে গেছে বনপথ
ঝরা পাতা জমে জমে পিছল হয়েছে ভালোবাসা
বুকের ভিতরে তার ফাঁকা খাদ, একাকী বসত
আগুন বোঝে কি তার অহংকার? ধুলোমাখা ভাষা?
কত যে যুগের ধুলো, কত শতাব্দীর দুঃখবোধ
আমাদের শান্ত করে, যেন গান নেই হতাশার–
রয়েছে আলোর রাস্তা, যত হিংসা, তত প্রতিরোধ।
পাঁজরে দাঁড়ের শব্দ, বাবরের নিঃসঙ্গ আজান
মানুষ করেছে খুন, মানুষ করেছে ঋণ শোধ।
এত কথা কেন বল? শোনো, আয়ু লিখে রাখা ধান
কীভাবে হেমন্তজীর্ণ, কুয়াশায়, মৃত্যু-অভিসার
প্রেমের ভিতরে থাবা, শ্বাপদের খাদ্য-অভিযান।
এখনও প্রদীপ জ্বলে, এখনও মন্থর স্রোত তার
ধীরে ধীরে বয়ে যায়, এ বাংলায়, আচার্য লেখেন
বোধির সম্মুখে তুলে ধরা পাত্রে জ্ঞান, সুজাতার।
জ্ঞান সুজাতার, পাত্রে, কবি একা, বোধি, আত্মদীপ।
অক্ষরে নদীর শব্দ, বাজে শঙ্খ, হৃদয়ে প্রদীপ।
৫ ফেব্রুয়ারি, ২০২১
দারুণ লেখা। খুব ভালো লাগলো। কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করায় আরো বেশি প্রীত হলাম ☺
মুগ্ধতা জানাই।
বড় আন্তরিক শ্রদ্ধার এই ভাষা। আত্মিক টান ধরা পড়েছে।
আহা ! কী যে ভালো লাগলো !
অসামান্য শ্রদ্ধাজ্ঞাপন
ভালো লাগল।
খুব ভালো লাগলো
ভালো লাগল
মুগ্ধ হয়ে যাওয়ার মতো কবিতা।
ভীষণ সুন্দর কবিতা। সত্যি মুগ্ধ হলাম। ❤️❤️❤️
অক্ষরে নদীর শব্দ, বাজে শঙ্খ, হৃদয়ে প্রদীপ
কী অসাধারণ উপলব্ধি কবি হিন্দোল ভট্টাচার্যের কবিতায়, পড়তে পড়তে আশ্চর্য হয়েছি