
ঈশিতা ভাদুড়ীর কবিতা
কামার্ত সন্ধে
কামার্ত সন্ধে নামছে মাঠে,
কার্নিশ থেকে প্যারাপেট ধুতুরা ফুলের বিষ মাখামাখি।
গাছের ডাল থেকে সাপ লাফিয়ে পড়ে কিশোরীর কাঁধে,
খুকিদের মাংস সুস্বাদু, খাওয়া যায়।
আসলে মেয়েদের খুবলে খাওয়ায় প্রকাশ্য সমাজ
বলে না ততো,
দু-চারদিন হইচই-এর পর আমাদের
ড্রয়িং রুমে বিস্মরণ নেমে আসে।
বিস্তীর্ণ স্তব্ধতা উড়ে যায় ক্রমে ক্রমে।
যতই জানলার বাইরে বয়ে যাক
চওড়া নদী, রক্তের।
এভাবেই বারবার।
নিষ্প্রদীপ রাত্রি ঈশিতা ভাদুড়ী
সমুদ্রের মধ্যিখানে
আমার ঘর।
প্রতিদিন মধ্যরাতে
জাহাজ
ভেঙে দেয়
সেই ঘর।
সূর্যোদয়ের পর
পুনরায়
নতুন ঘর নির্মাণ…
যে দিনগুলি ডিঙিয়ে যেতে চাই
আমরা সবাই,
সেগুলোর গায়ে নিষ্প্রদীপ রাত্রি,
ভয়াবহ।