
অরিজিৎ চক্রবর্তীর কবিতা
দুটি কবিতা
উৎসর্গ
তোমার ঘৃণার মধ্যে আমার বেঁচে থাকা।
এও কি কম কথা!
জাটিঙ্গা পাখির উপমা আমার জন্য নয়।
পিঁপড়ের অধ্যাবসায় তোমার জন্যে নয়।
তবু সমূহ ঘৃণার ভেতর এই কবিতা লেখা হয়
ফ্রেম
সবাই ঘুমিয়ে পড়লে আমি জেগে থাকি।
আর চোখ মেলে দেখি
ঘুমন্ত খাট বিছানা ক্যালেন্ডার টিপের পাতা
জলের গ্লাস এমনকি বাগানের গাছগুলো!
পথের কুকুর বসে থাকে পাহারায়।