
অভিরূপ মুখোপাধ্যায়-এর কবিতা
লেখার ঘর ও মেঘের শিশুরা
ঘরের অভাবে লেখা ঘুরে মরে সহস্র আকাশ
মৃতের স্বভাবে প্রেত, খাতা খুলে দেখি শুধু জল…
সাঁতার তলায় ডোবে তাকে পায় সহস্র বিপদ
উদ্ধারে কোকিল যদি মন্ত্রে ওড়ে মেঘের শিশুরা!
আমার রঙিন স্বার্থ মান্য করে অপেক্ষার প্রাণ?
লেখাভ্রম খাতা-ভর্তি আলো… ওই আলোটুকু তুমি!
ধনধান্য অপেক্ষার ভূমি উলটে-পালটে দেখি রোজ
আকাশের খাদ থেকে কী ময়ূর ডেকে আনল ওরা!