
অনুবাদ কবিতা– ইমরোজের কবিতা অনুবাদে বেবী সাউ
কবি এবং চিত্রশিল্পী ইমরোজ ১৯২৬ সালের ২৬ জানুয়ারি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ইন্দ্রজিৎ সিং। ইমরোজ অমৃতা প্রীতমকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার জন্য 'অমৃতা কে লিয়ে নাজম জারি হ্যায়' নামে একটি বই লিখেছিলেন, যেটি ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল। সেই কাব্যগ্রন্থের কবিতা এগুলো। Hindwi website থেকে এই কবিতাগুলো নেওয়া হয়েছে। কবি, চিত্রশিল্পী ও প্রেমিক ইমরোজ পরলোক গমন করেন গত পরশু ২২ ডিসেম্বর, ২০২৩-এ।
কানুন
কোনো অপরিচিত পুরুষ
একজন নারীর কাছে
শুধু একটা সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেয়
সম্বন্ধ নয়…
সম্পর্ক গড়ে উঠল কী উঠল না
এটা কোনো নিয়ম না
নাকি চিন্তা
নাকি দায়িত্ব তার!
মনমর্জি
জীবন হল
ইচ্ছের, মনমর্জির
আর ধর্ম
মানিয়ে নেওয়ার
আরও বেশি মানিয়ে নেওয়ার
মনের নয়
কার কথা শুনবো
ধর্মগ্রন্থে ধর্ম
শিষ্টাচারের কারণ
কিন্তু জীবনে
ঘৃণার কারণ হয়ে ওঠে
কার কথা তবে শোনা উচিত?
পাঠ্যের
নাকি জীবনের..
কবিতা
একবার এক স্বপ্ন
জীবনকে
জিজ্ঞেস করল
তুই কতদিন কবিতা লিখবি?
জীবন বললো
সেদিন পর্যন্তযতদিন না
প্রতিটি জীবন নিজে থেকেই
কবিতা হয়ে যায়
কলম
কবির কলম
তাঁর অক্ষরগুলোকে লেখে
আর প্রেমীর কলম লেখে
জীবন