
অনুপ সেনগুপ্ত-র কবিতা
তারা
রাত্রির ঠোঁটে চুমু খেলে
রাত্রিও পাল্টা চুমু খায় আমায়
আর তখনই ফুটে ওঠে
ঘুমের এক ছায়াপথ
তারায় তারায় আকর্ষণ
কেটে দেয় কোনও মহাজাগতিক কাঁচি
কিছু তারা খসে পড়ে আমার স্বপ্নে
এইসব তারা জমিয়ে রাখি
একদিন আয়ুর আকাশে তাদের সাজিয়ে
যেন ভেসে যেতে পারি
সেই কালো মেয়ের স্রোতে
অশ্রু
নিজের সুরের রেখা টেনে
সব পাখি আঁকতে পারে খাঁচা
শব্দের ধ্বংসস্তূপ পেরিয়ে
আমিও এঁকেছি স্তব্ধতার ত্রিভুজ
দুজন মানুষ অতল প্রেমে আঁকে নতুন ঈশ্বর
আর অতল শূন্যতায় মুছে দেয়
আমার অদৃশ্য আঙুলে
হয়তো কেউ
এক-বিন্দু শাশ্বত অশ্রু
এঁকে রেখে গেছে
CATEGORIES কবিতা