শুভ্র বন্দ্যোপাধ্যায় -এর কবিতাগুচ্ছ
তাদের প্রিয় কোনও বর্তমান
২১
মৃত্যু-সম্ভাবনা থাকলেও সত্যি বলা যায় না
মাটি চাপা দেওয়া শিকড়ের সাদা
মুখে এসে ঠুসে দেয় চুপচাপ
তাদের প্রিয় কোনও বর্তমান
ক্রমশ মিলিয়ে আসে
প্রাত্যহিক অভিযোগের মত
২২
ফেরার পিচ্ছিল পথ জ্যোৎস্না ও কুয়াশা
স্বপ্নে কখনই নিজেকে স্পষ্ট দেখিনি
এখন এই ভিজে অ্যাসফল্ট ঘুমে এসে রেখে যাচ্ছে
হিমবাহ অ্যাম্বুলেন্সের সাইরেনের বেরং
মথের দল ও তাদের প্রিয় কোনও বর্তমান
অথচ সবাই আমার বাষ্প চিৎকার থেকে
কাচের দরজার দূরত্বে
২৩
ফেঁউটি, মাটির জিভ
থেঁতলে দিয়ে এগিয়েছি উল্লাসে
যেভাবে শুকনো শালুকডাঁটি
বা মোচার বাহ্যিক পাপড়ি পায়ে জড়ায়
সেভাবেই বৈশাখ ও জামরুল বাগান
আঁকড়ে রয়েছে তাদের প্রিয় কোনও বর্তমান
২৪
চিৎকারগুলো শুকিয়ে এসেছিল
পতঙ্গের হৃৎপিণ্ড
অথচ অভিযোগ শুধুমাত্র কয়েকটুকরো কাগজ
জ্বালিয়ে দেওয়া যেতে পারত
কল্পনারেখা বরাবর পোড়া চামড়ার দাগ
উচ্চাকাঙ্ক্ষার কথা মনে করাতো না
শুধু ভয় আমাকে ছিটকে দিয়েছিল
তাদের প্রিয় কোনও বর্তমান থেকে
পরপর বাড়ি বদলের দিনে জ্বর ও বমি ভাব
অথচ আমার কিছু করার ছিল না
বলে নিজেকে চিরকাল সান্ত্বনা দিয়েছি