শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা
মাতৃপুর বিদ্যানিকেতন
মেঠো পথ আর ভাঙা দেয়াল পার হলেই
লোহার গেটের উপর একটা তালা ঝুলছে
গেটের ওইপারে আর পাখিদের কলতান নেই
মৃদু কূজনের মতো ভেসে আসছে মাইকের গান
রশিদ খানের গলায় বৈঠকী রবি
এই পথ শুনশান কোলাহলহীন
এই মাঠে আর কেউ খেলতে আসে না
এই উঠোনে শিউলিফুল অধরা মাধুরী হয়ে ধুলোয় লুটোয়
এই বিদ্যানিকেতনের কালো ব্ল্যাকবোর্ডগুলো অন্ধকারে খুলে নিয়ে গেছে কেউ
আর মাত্র কয়েক প্রহর পর
মাইক থেকে যাবে
ভাষাদিবসের ফৌজ থমকে দাঁড়িয়ে বিশ্রাম নেবে
পাল্টে যাবে দোকান বাজারের সাইনবোর্ডগুলো
মূর্ধা দন্তে নেমে আসবে, তালু মূর্ধায়
মাতৃপুরে নেমে আসবে রাত
তারপর চিত্তকমল জুড়ে বেজে উঠবে সানাই
বিদায়ের তিলোককামোদ।