
শংকর চক্রবর্তীর কবিতা
ছবি ও গানের মাঝে
কতদূর না-বোঝার মতো মুঠো আলগা করেছিল সুতো
এত শ্রম তৈরি করা ঘুম
জুম করে দেখেছিলে কোনো ভান ছিল না সেখানে
শুধু মেঘ নেমে এল মরা নদীটির কাছাকাছি
সুখী আয়োজনও ছিল রাংতায় মোড়ানো―
তর্পণে সাজিয়ে ফুল মালা ঝুলিয়েছে ছোটো মেয়ে
বধূটি চিন্তিত
তোমার দু’হাত থেকে একঝাঁক পায়রার উড়ে-যাওয়া ব্যাকুলতা দেয়
শিথিল আয়ুর মতো ঘুমপাড়ানির গান শুনে।