রুমা তপাদার-এর কবিতাগুচ্ছ
দশ টুকরো জীবন
প্রেম
অন্যান্য ফুলের সঙ্গে গোলাপের পার্থক্য এই,
গাছ থেকে তোলা হলে শিকড় মাটির দিকে
গোপনে তাকাবেই ……
প্রেমিক
শ্রীচরণকমলেষু পা ছুঁয়ে
মুখোমুখি দাঁড়ালে, বীজের জন্ম হয়
দাদরা তালে…
সম্পর্ক
খোলা মাঠে বেঁধে রাখা জল
আড় কাটা হলে বোঝাযায়
কাদার ঘনত্ব প্রবল।
সন্দেহ
সিঁড়িতে জলের ছাপ হলে
কাল্পনিক হাওয়া মুছে দেয় তখন
ছাদ জানে, কত অল্প সময়ে বাতাস পারে
পাল্টে দিতে আমাদের মন।
ঝগড়া
পাশাপাশি বেড়ে ওঠা গাছ দুটি
হাওয়া জানে পাতার খুনসুটি ….
কান্না
খিদের অভ্যাসে জল খাই,
ফোঁটামাত্র পড়ে গেলে
বুকের পোশাক ভিজে যায় ।
পরিবর্তন
সমস্ত ছায়ার পর জমাট পাতার নীচে আলো ;
সব ছেড়ে দিয়ে চোখ শূন্যে যখন তাকালো ।
বিচ্ছেদ
শিকড় সামান্য নড়ে গেলে
যদি মাটির কিছুটা স্থানান্তর হয় হোক !
ঝরা পাতায় প্রকৃতপক্ষে মাটির স্মারক।
দূরত্ব
ঘোর হয়ে আসে চোখ
সমস্ত চিৎকার থেমে যায়, রাত হয়।
তারিখ পিছিয়ে যায়।
প্রাক্তন
রাস্তা চওড়া হলে ,ভেঙে যায় দুপাশের ঘরবাড়ি
ত্বক ঝুলে যাওয়া শহরের রুপ
আমি কিন্তু ঠিক চিনে নিতে পারি …