
রানা রায়চৌধুরীর কবিতা
বসন্তকালের ছোঁয়া
একদা আমিও সিগারেটের ধোঁয়া থেকে রিং ছাড়তাম, সেই রিঙের ভিতর কত রঙের বালকোচিত অযৌন প্রেম তার ডানা মেলে ভিতরে ঢুকে আসত। ধোঁয়ার রিঙের ফাঁক দিয়ে আমি দেখেছিলাম বঙ্কিমচেন্দ্রর রজনী উপন্যাসের ঊনসত্তর নম্বর পৃষ্ঠা, আর দেখেছিলাম, ইস্টবেঙ্গল জার্সি গায়ে হেঁটে যাচ্ছেন আমাদের মাস্টারমশাই, সিগারেটের ধোঁয়ায় বিটিরোডের ধারে আমাদের শরীরের এখানে ওখানে অহেতুক বসন্ত গজাতে লাগল, যাকে যৌবনেরই দূত বলে অভিহিত করেছিল আমাদের রত্নামাসী