
সুদেষ্ণা মৈত্র-র কবিতা
লোভ
আজীবন ঘোরের ব্যবসা
আমাকে নিজের কোনো আয়না দিলো না
যেদিকে তাকাই, বলা বা শোনার ঘরে
অতিরিক্ত মুনাফার খিদে,
ঘুরঘুর শুধু
তুমি এলে, নীল ফুল রঙ,
হাতের রেখায় কত এঁকে দিলে ছবি
দৃশ্যে যত অসমাপ্ত দাগ,
জুড়ে যায় অপমানবোধে।
প্রকাশে অনিচ্ছুক নামের নদীতে
আমি লোভী, ডুবে বসে আছি।
স্বাদ
এতটাই তুচ্ছ লাগে জিভ
যেন স্বাদের আমন্ত্রণে শেষপাতে
অন্ন নিতে বসা।
তোমার বৃহৎ মন, আঙুলে ভাতের কণা
ঠেলে ফেলে দাও।
অন্ধ জিভের কাছে আচমন সেরে
খুচরো কুড়োই।
যোগ্য সমাদর করি আয়োজনে,
গলবস্ত্র সাজি।
তুমি শুধু বুঝতে পারো না
কে নেবে দুধের বাটি
কার ঘরে স্বাদ নেই আর।
চমৎকার
ধন্যবাদ 🙏🏽
অসাধারন 🙂
অনেক দিন পর এমন অসাধারন সৃষ্টি পড়লাম।