
শ্যামশ্রী রায় কর্মকার
সঙ্গতি
আলোর সঙ্গতি নেই, সে তো আজ বহুদিন হল
ক্ষুরধার অন্ধকারে ফালাফালা হয়ে যাচ্ছে দেহ
তবুও প্রণম্য খুব এ শহর, ভক্তি নয়, ভয়
প্রণম্য করেছে তাকে, উঁচু করে ধরে আছে
অন্তরঙ্গ খিলানের মতো
একাকিত্বের মতোই স্থিতপ্রজ্ঞ আছে যারা যারা
আয়ত শব্দের নিচে অলৌকিক বিবেকের খাঁজে
লুকিয়ে প্রস্তুত করছে লিথিস্রোত। বলক উঠলে
কথা খুঁড়ে খুঁড়ে যত করুণার আর্দ্র শ্বেত
শিকড় মিশিয়ে দিচ্ছে তাতে
এসো, বিস্মৃতির মতো প্রলেপ কোথাও নেই আর
এসো, হিরণ্যের এই ছলচ্ছল তুলে নাও হাতে
থাকো অন্নে, থাকো বস্ত্রে, সৃজনে শয়নে থাকো, মোহে
দেওয়াল দিগন্ত ছাদ নভ করে তুলেছ সুন্দর
অন্ধকার মানায় তোমাকে
না হয় জানলা জুড়ে উচ্চাকাঙ্ক্ষা টেনে দিয়ো