
সমীরণ চট্টোপাধ্যায়
অগ্নিকবর
মৃত মানুষেরা লেখাদের মতো
ভীড় করে আছে
অপলক চোখে চেয়ে আছে
আয়নার মতো জলে
এখানে আগুন ছিল? অগোছালো?
লেখাগুলো মৃত মানুষের মত
ভীড় করে আছে
যেবার বৃষ্টি হল
ভিজে পাতা মুছে দিল
কথা যত, আগুনের মতো
লেখা আর মৃত মানুষেরা
পাহাড়ের মত
চেপে বসে আছে
একটু একটু মাটি কাঁপে
পাহাড় আগুন হয়, আগুনে পাহাড়