শিবালোক দাস -এর কবিতাগুচ্ছ
স্বীকারোক্তি পর্ব -১
হাজার দোষে আজীবন যেন
অমৃতভাব খেলে গেল…
যে দুটি হাত বাড়িয়ে ভাঙি প্রজ্জ্বলন…
প্রজ্ঞাপনের বিন্দুবৎ অলক্ষ্যে
এই তো, তুলেছি গভীর দ্বন্দ্ব, নাশ….
শুনতে পাবে, হাজার দেওয়াল
তার বিবর মুছে দিতে নিষিদ্ধ
স্রোতে খুলে দিয়েছে অগ্নিগর্ভ…
স্বীকারোক্তি পর্ব – ২
মন্দ কিছু সর্বনামে প্রতিদিন
ঘোরে পাশা—
ঘুমন্ত হাড়ে বেঁধেছি তাই রুদ্ধশ্বাস।
যাকে খুঁজি, তাকে অর্ধেক পৃথিবীর
কাছে হস্তান্তর করতে চাই না…
চুপ হয়ে গেলে হাত থেকে পড়ে
নক্ষত্রের মতো জ্বলে হীন আশ্রয়…
লিখে দিতে পারিনি একটি কবিতাও !
স্বীকারোক্তি পর্ব- ৩
ফিরে যায় নাব্যতা…
পূর্বে যে কঠিন অবসরে
মুগ্ধ করেছিল সর্বনাশ,
তার চুলে আজ সরে গেছে
প্রাক্তন ঢেউ;
চিনতে চেয়ে কতবার ডুবেছি–
করতলে যে লুপ্ত প্রমাদ রেখেছিলাম,
তা দিয়ে ম্লান করি ধ্রুবতারা মেঘ!
CATEGORIES কবিতা