
চৈতালী চট্টোপাধ্যায়-এর কবিতা
ওয়ান্ডারল্যান্ড
জ্যান্ত মানুষকে ছুঁয়ে, তারপর পাড়া ঘুরে এসে দেখি,শবদেহ কাঠ হয়ে আছে!
‘আমি তো রাজনীতি বুঝি না ‘, বলে, ঠোঁট ফুলিয়ে আহ্লাদিপনা করি বারবার।
আর রাজনৈতিক জল আমার নাক বরাবর উঠে আসে।
আসুক! আমাকে মুখ বুজে থাকতে হবে
বাইরে,বেডরুমে।
রাস্তায় নামি।
এক ফুটপাত দিয়ে ব্যাং হাঁটে।অন্য ফুটপাত ধরে সাপ।
কাছে গেলে সব ফরশা।
দেখি,নামসংকীর্তনের দল,বাঘনখ থাবায় লুকিয়ে,নেচে নেচে
দলীয় অফিসের দিকে চলে যাচ্ছে
CATEGORIES কবিতা
খুব ভালো
অশেষ শ্রদ্ধা দিদি। প্রতিবাদ হোক চারিদিকে…
কবিতা যখন অস্ত্র, তখন তার হাতল ধরুক সেই বলিষ্ঠ মুঠি, যা চালিত হয়ে ছারখার হোক স্থিতি, ছদ্মবৈরাগ্য, কুম্ভীরাশ্রু, আবেগের অতিরেক…এই কবিতায় সরাসরি কথনের তেজ এতটাই যে বিদ্ধ করে অনেক স্তর নীচেও…
অসাধারণ লেখা
অনবদ্য। মনের মধ্যে প্রবল ধাক্কা দিল।