
তৃষ্ণা বসাকের দুটি কবিতা
ভেরোনিকা
ভেরোনিকা, তুমি সবার সামনে দাঁড়িয়ে
স্বীকার করলে যে তোমার পিতৃ পরিচয় তুমি জানো না,
তোমার সামনে দুটো পথ ছিল-
এক তো গৃহবধূর পরাধীন কিন্তু নিশ্চিন্ত জীবন
অন্যদিকে নগর বেশ্যার অনিশ্চিত, কিন্তু স্বাধীন জীবন,
তুমি স্বীকার করলে তুমি দ্বিতীয় পথ নিয়েছ,
তুমি স্বীকার করলে বহুবল্লভা হয়েও
তুমি একজনকেই ভালো বেসেছ,
তুমি স্বীকার করলে
তোমার হাত একজনেরই ঠোঁট ছুতে চায়,
তোমার শরীর একটি শরীরের কল্পনাতেই উত্তপ্ত হয়ে ওঠে,
তুমি তার ঘ্রাণ পাও নির্জন মুহূর্তে-
এসবই কি পাপ নয়, মহামান্য সেনেট?
এসব যদি পাপ হয়,
তবে ভেনিস সেই পাপ ভাগ করে নিল…
বিবাহ
আমাদের ঘর বসত হল,
এক দানা চিনি যেমন জুড়ে যায়
আরেক দানা চিনির সঙ্গে,
তেমনি করেই গড়ে ওঠার কথা,
যদিও ঠিক ওইভাবে না,
কাছে আসতে আসতে,
দূরে ছিটকে যেতে যেতে
আমরা আর দম ধরে রাখতে পারছিলাম না,
শেষমেষ আমরা জুড়েই গেলাম,
একটা দেশ থেকে কেটে
অন্য দেশে লাগিয়ে দেওয়া ভূখণ্ডের মতো,
জানি ছটফট করব চিরকাল
তবু কখন যেন শ্যাওলার মতো গজিয়ে যায় মায়া!