মণিশংকর বিশ্বাস-এর কবিতা
লেড পেন্সিল
বকুলমাসি গত বছর কোভিডে মারা গেলেন।
আজ ১১ বছর হল বাবা চলে গেছেন লাংস ক্যান্সারে।
পথ দুর্ঘটনা অথবা সামান্য সর্দি-জ্বর, ম্যালেরিয়া, নিউমোনিয়া হয়েও মারা যায় কতজন!
মানিক বন্দ্যোপাধ্যায় মারা গেছলেন লেখক হয়ে—
জীবনানন্দ কবি—
সবাইকে চলে যেতে হয়
আমিও যাব, এই অজুহাতে…