রাজু দেবনাথের কবিতা

রাজু দেবনাথের কবিতা

নীরবতা

এই একাকিত্ব এক প্রান্তিক মানুষের ,

যা তার স্তব্ধতা দিয়ে মোড়া ;

গলির ভেতর কোন বাড়ির চিলেকোঠার মতো

নিবিড় অথচ নীরব

বাক্সবন্দি হয়ে পড়ে আছে !

ল্যান্ডস্কেপ -২

স্তব্ধতার পাথর গুলো বুকে নিয়ে

কত অনায়াসে হাসতে হাসতে –

পাহাড় থেকে সমতলের দিকে বয়ে চলেছে

একাকী এক নদী !

ভূতুড়ে কাহিনি

নীরবতা জমে জমে একদিন

পরিতৎক্ত বাড়ির মতো স্তব্ধ হয়ে যায় ;

ধীরে ধীরে সেই স্তব্ধতার গায়ে

রহস্য আর রোমাঞ্চের অন্ধকার জমা হতে থাকে ।

সেই নৈঃশব্দ পাড়াপড়শি, বন্ধুবান্ধবেরা

আড়চোখে দেখে-

আর ভূতুড়ে বাড়ির মতো সবাই আমাকে এড়িয়ে যায় !

চিত্রকল্প

(১)

যতদূর চোখ যায় , এই ধূধূ নির্জনতা

দিগান্ত পর্যন্ত বিস্তৃত

তবু এই স্তাব্ধতার বালিতে

কী অদ্ভুত ভাবে মানিয়ে নিয়েছে উটেরা !

(২)

নীরব পুকুরের মনে –মাঝে মাঝে

একাকিত্ব, মাছের মতো ঘাই মেরে যায় !

(৩)

একাকিত্ব আছড়ে পড়ে বালির চড়ায়

অনেক দূরের থেকে, সেই নির্জনতার শব্দ শোনা যায় !

(৪)

বাঘের একাকিত্ব-

স্তব্ধতার সন্ত্রাস ছড়ায় বনে !

(৪)

নির্জনতার আগুনে , একাকিত্ব পুড়ছে একা

স্তাব্ধতার খই ছড়ানো যাত্রাপথ জুড়ে !

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes