
চৈতালী চট্টোপাধ্যায়-এর কবিতা
পশ্চিমবঙ্গ-১
চারপাশ থেকে শেয়ালকুকুরের ডাক ছুটে আসছে…
মেয়েরা পথে বেরিয়ো না যেন কেউ!
বাড়ি বসে ছোট করে লবঙ্গলতিকা ভেঙে খাও আর,
চটচটে ঠোঁট, খটখটে যোনি নিয়ে ঘরে থাকো।
তোমাদের পেট হয়েছে হয়তো।
হয়তো প্রেমিক আছে।
ঘরের কেলেংকারি ঘরেই থাকুক, তবু!
বাইরে বেরোলে তুমি,
আলো ও বাতাস তোমাকে ধর্ষকের হাতে তুলে দেবে
পশ্চিমবঙ্গ-২
মেয়েটা চিৎকার করে উঠল।
তদন্ত পরে বলবে, ওকে ওই অপূর্ব রিভারবেডে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছিল।
আর,তখন ওর কোঁচড় থেকে বকুলফুলের মতো
খসে পড়ছিল খেলনা,মা পুতুল বাবা পুতুল