
শিশির আজম-এর কবিতাগুচ্ছ
পকেটমার
সৎ এবং শিল্পসম্মতভাবে বেঁচে থাকার অনেক পথ আছে।
অধ্যাপনা সম্মানজনক পেশা
সংসদ সদস্য হওয়া ক্যারিজম্যাটিক ব্যাপার
মূর্খ পাখিশিকারীদের জন্য আমাদের ঘৃণা নেই
জাতীয় মসজিদের খতিব পদ রাষ্ট্রের এক নির্ভরযোগ্য স্তম্ভ।
আমার উপরোক্ত মন্তব্যগুলোর সাথে আপনারা নিজেদের টালি করুন।
রাজধানী ঢাকা, এমনকি মফস্বল শহরগুলোও
অনেক অনেক ক্ষেত্রে সময়ের কারিকুরির সাথে মিলমিশ করে নিয়েছে।
রিকশা চালনা পরিবেশ প্রতিবন্ধক পেশা?
ডাক্তারী পেশায় সেবা বিশেষ কোন মনোভাব?
কবি সম্মেলনে প্রধান অতিথি ছাড়া
আরও কেউ কেউ বিশেষ মুখ হয়ে ওঠেন না?
বুর্জোয়ারা শিল্পের পৃষ্ঠপোষক হলে আপত্তির কোন কারণ আছে?
নিজ নিজ মগজে এসব আপনারা খেলিয়ে নিতে পারেন।
আমি কালোবাজারিতে বিশ্বাস করিনে
আমি সাহাবা সৈনিক পরিষদের সভাপতি নই
রাজনীতিতে নারী নেতৃত্বের ব্যাপারে আমি কৌতুহলী
মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্বে আমি সজাগ
ব্যাংকে এখনও আমি কোন একাউন্ট খুলিনি
তরুণ পুলিশ অফিসারের বউকে লোকজনের ভীড়ে পেয়েও নিজেকে সামলাই
কোন বামপন্থী দলে আমার সদস্যপদ নেই
আমি শুধু তাকে থাকি
তাকে থাকি
কখন
কার পকেট
ঢিলা হচ্ছে
ঝুটঝামেলা ছাড়াই কারো পকেট খালি করা
আমার দু’আঙুলের কাজ।
এখন নিশ্চয় আমাকে বেকুব ভাববেন না।
ড্রাগন
যথার্থ যে ড্রাগন আমার উচিৎ তাকে ভালবাসা
অথচ আজ অব্দি ড্রাগনের রক্ত আমি দেখিনি ড্রাগনের হাসি দেখিনি
সত্যি বলতে কোন ড্রাগনকেই আমি দেখিনি
তবে আমি ড্রাগনের দেখা পাবো
আমার এক বন্ধু যে কোনদিন সমুদ্রে যায়নি
অথচ দেখেছে তিনতিনটে হিজলগাছ মৃত্যুর পরও
মাঝরাতে কানামাছি খেলছে
সে লিওনার্দো দ্য ভিঞ্চির আসমাপ্ত আত্মপ্রতিকৃতি চুরি করে এনে
আমাকে দিয়েছে
তারপর ঔ আত্মপ্রতিকৃতি সযত্নে দেয়ালে টাঙিয়ে
আমাকে বললো, ‘কোথায় ড্রাগন আছে খুঁজে বের কর,
না হলে ঐ ড্রাগনই তোকে খাবে’
কামড়
নতুন একেকটা বই পড়া মানে
নিজের প্রতি আবার সংশয় তৈরি হওয়া
একারণে ইঁদুরদের আমি পছন্দ করি
ওরা বই পড়ে না
বইয়ের পাতা কাটে
কিন্তু আমরা তো ইঁদুর না
আমাদের ধারালো দাঁত নেই
আমরা
কীভাবে কাটবো বইয়ের রাশি রাশি পাতা
কীভাবে
কামড় বসাবো
কোন মিষ্টি কমণীয় ঘাড়ে
আমি তো তোমার সঙ্গে শুতেই চাই
ধরো এই ভরদুপুরে দরজাবন্ধ ঘরে আমি মদ খাবো
আর তোমার সঙ্গে গল্প করবো তোমার শ্মশানের পাশে বসে
মদ তুমিও খাও
তবে তা দুই-এক চুমুক মাত্র
ওতেই তোমার হয়ে যায়
আর তুমি তো জানো মদ স্বাস্থ্যের জন্য কত ভাল
হ্যা এই দুপুরটাও অনেক ভাল
আসলে
যে কোন দুপুরকেই মদ অফার করা যায়
কারো সঙ্গে গল্প করা যায়
কারো সঙ্গে শোয়াও যায়
তবে এটা ঠিক
শুয়ে পড়ার পর মদের আর তেমন কাজ থাকে না
আমার মিষ্টি বউ
তোকে যে একটু ভালোবাসবো
তোর সঙ্গে বোকামি করবো
সময়ই পাইনে
হয় তো আজ আর সূর্য উঠবে না
হয় তো আজকের সম্ভাবনাময় দিনটাকে
বৃষ্টি
নিজ হাতে ধুয়ে দিয়ে যাবে
ভাবনাবিহীন রাস্তায় যে ছিল ধুলো সে হয়ে যাবে কাদা
কিন্তু আমি বদলাবো না
অথবা বদলে যাবো
কেন না বৃষ্টির পর
তোরও তো মনখোলা আকাশ থাকবে
আলাদা সূর্য
আলাদা মেঘের লুকোচুরি
দায়িত্বকর্তব্য থেকে নিজেকে কিছুটা বাঁচিয়ে
তোকে আমি দিয়েছি আমার হাত
দিয়েছি তো
তাহলে আমার কথা শোন
যদি না শুনিস তোকে ভালোই বাসবো না
বাসবো না
বাসবো না
আমার মিষ্টি বউ
একা ঘরে তখন তুই কাকে দুষবি
কাকে