রাত দখলের কবিতা
অরিজিৎ পাল
রাত্রি তোমারও হোক
যাও মেয়ে সাজো প্রতিবাদী হাওয়া, মোছো সে মায়ের চোখ
লালসার দাঁত উপড়িয়ে নিয়ে রাত্রি তোমারও হোক
যে মা বসে আছে শ্মশান সিঁড়িতে, তাঁকে কথা দিয়ে এসো
সে কথার বুকে বারুদ রেখো, ছুঁতে গেলে নিঃশেষ “ও”
দেহে খেলে যাক তীব্র জোয়ার, চোখ হয়ে থাক লাল
রাত্রিকে সোজা টুটি টিপে ধরো, ভাঙো এ অন্তরাল
ঘিরে দাও যত পথের আঁধার, আরও করো চিৎকার
শেষবেলা ওঁরা ঠিকই বুঝে যাবে, “রাত্রি আসলে কার?”
আলো জ্বেলে আর কিস্যু হবে না, নিজেই আঁধার সাজো
আঁধারই তো পারে আঁধার ভাঙতে, যেমন স্রোত জাহাজও
স্বাধীনতা সে তো তোমারাই দাও, প্রতি নয় মাস শেষে
এক রঙে তবু ভিন্নতা আছে, এই গোটা ভাঙা-দেশে
যাও মেয়ে তুমি জিতে নাও বাজি, দুবাহুর ডানা মেলো
যেতে হলো যাঁকে, মনে করে তাঁকে রাত্রিকে পিষে ফেলো
CATEGORIES কবিতা