
স্বীকারোক্তি
রিনি গঙ্গোপাধ্যায়
ভয়ে ভয়ে থাকি।
এ বাংলার মাটি ছেড়ে কোথাও
নড়তে সাহস করিনা কখনো;
কখনো অবাঙালি পাড়ায় ঝগড়ায় জড়াই না
কখনো তর্ক জুড়িনা ওদের সাথে
বলিনা যে বহু ভাষাভাষী রঙে এ জাতি রামধনু!
একটাই রঙ বড়ো ফিকে সেখানে।
ভয়ে বলি না
ভয়, কারণ আমার অসুখ আছে
অনেক ভাষা শেখার তো কথাই নেই
আমি মুজতবা সাহেব নই;
দুটো ভাষাও আমি শিখে উঠতে পারিনি
ডাক্তার বলে কি যেন সব গোলমাল আছে মাথার যন্ত্রে
আমি তাই একভাষী মানুষ
প্রাণপনে আঁকড়ে বাঁচি মাতৃভাষা
আল মাহমুদ ধার করে বলি
“বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।”