
পাঠশেষে…
চৈতালী চট্টোপাধ্যায়
কবি শঙ্খ ঘোষের ৮৯তম জন্মদিনে আবহমানের শ্রদ্ধার্ঘ্য
ফ্রি স্কুল স্ট্রিটে,একটা বেঁটেমতো চায়ের দোকানে বসে
আমরা গান্ধর্ব কবিতাগুচ্ছ পড়েছিলাম।
ওর গায়ে কাঁটা দিল।
আমার। আমারও!
বাইরে,হাতেটানা রিকশার মাথায় ‘জলমণ্ডলের ছায়া’ ফুটে উঠেছিল কি,
ও ঠিক তখনই বলবে,এই ‘চিরজাগরূক বোধ’ আমাদেরই জন্য লেখা হয়েছিল বুঝি!
আমি মুগ্ধ।স্বভাবত।
পাঠ চলে। আগুনে ও সর্বনাশে।
পাঠ চলে অনন্ত বসন্তে। সহবাসে।
কবির মুখোমুখি হব, দু’জনে।
একা একা। ক্ষতবিক্ষত কোনো সকালবেলা।
উনি,উড়ে-আসা নীলমণিলতার দিকে
চেয়ে থাকবেন।
আর, ছোট ঘর পার-হওয়া মস্ত রৌদ্রের অনুভব,
টের পেয়ে যাব…
সে অনেক পরের কথা
CATEGORIES কবিতা