
সৌভিক গুহ সরকার-এর কবিতা
শিল্পী
শিল্পীরা গোয়ালা, এ পৃথিবী দুগ্ধবতী গাভী
দোহন শেখাও হে চেতনা, উৎপাদনের দিন চলে যায়। এই নাও আমার মাটি-হাত, আলো দাও। এই নাও আমার জল-চোখ, গহন দাও। এই নাও আমার বাতাস-কন্ঠ, পথ দাও।
বন্যজ্যোৎস্নায় যে ক্ষীর ঝিরঝির করে, তাকে অক্ষরে ডাক দেব কী করে? বৃষ্টির শরীরে যে দুধ টলমল করে, তাকে সুরে লিখব কী করে? কোমলের শস্যে যে ঘৃত থরথর করে, তাকে রেখায় বলব কী করে?
দোহন না হলে, দহন হয়। শূন্যের জন্ম হলে, জ্বর আসে। এ পৃথিবী অপরিচিত লাগে। সম্ভাবনার ভাষ্যগুলো ক্রমশ অবান্তর মনে হয়। পরাজয় শুধু অপরের কাছেই হয় না, নিজের কাছেও হেরে যায় মানুষ।
গোয়ালার মন দিয়েছ যখন, কেন দিলে না দুধের অধিকার?
TAGS সৌভিক গুহসরকার