যশোধরা রায়চৌধুরী-র কবিতা
শব্দ
দুটি শব্দ পাশাপাশি বসাতেই বিস্ফোরণ, উড়ে গেল ছাত
দুটি শব্দ আড়াআড়ি মুখে মুখ, চুম্বনের সুখে
সদ্যই রচিত হল অমোঘ বৈষ্ণব পদাবলী
এভাবেই প্রতিদিন শব্দ যায় শব্দ পড়ে থাকে
শব্দকুতুহলী লোক নিজস্ব কলকাঠি নেড়ে
নিজের ভেতর অব্দি আলো মেলে দেয়
নিজের ভেতরে থেকে অন্ধকার টেনে এনে মেলে দেয় বাইরে, ওদিকে…
সেখানে ছলাচ্ছল জল
সেখানে নদীর পাড় ভাঙে
সেখানে ভাষার নিচু পথে
জল উঠে এসেছে উঠোনে
দুটি শব্দ পাশাপাশি হাত তুলে দাঁড়াতেই জ্বলে উঠল বিদ্রোহের মুখ।
হেরে যাবে এদিকে যন্ত্রণা আর ওদিকে অসুখ।
CATEGORIES General

