
সন্দীপন চক্রবর্তীর কবিতা
মাতৃভাষা
উনুন-ধোঁয়া-কুয়াশা জড়ানো একটা রাস্তা
একটা শিরশিরে বাতাস লাল-সাদা বল নিয়ে খেলছে
চা আর দুধ ফুটছে বগবগিয়ে…
খবরের কাগজ দেয়নি এখনও?
নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে তোমার মেয়ে
থমথমে মুখ…
রেললাইনের দিকে
পাপ
সময় ক্রমে বামন হয়ে আসে
মানুষ হয় ভাঁড়–
আমার মৃতদেহের থেকে তিরিশ ফুট দূরে
দাঁড়িয়ে থাকে আমারই চিৎকার
পাপ ছাড়ে না বাপকে; তার ভাগ নেয় না কেউ
গঙ্গাস্নানে যায় না পাপ ধুয়ে
সমুদ্রের কাছে সে পাপ পাঠিয়ে দেয় নদী
সমুদ্রও নেয় না সেই পাপ
বাষ্প করে আকাশে তুলে দেয়
বৃষ্টি হয়ে নামে
নিজের পাপ নিজেরই কাছে আবার ফিরে আসে
তীক্ষ্ণ নীল মুখবন্ধ খামে…
আপনার লেখাই ভালো লাগলো 💐