
কৌশিক গুড়িয়া
ভেজা, লবণদাগের স্মৃতি
১.
এমন অক্টোবর যেন রাগী মোষ
জনবহুল বাজার যেভাবে মূহুর্তে তচনচ করে দেয়
আমাদেরও, তোমার জেদ
দগদগে হয়ে থাকবে তুচ্ছ এ জীবনে…
মালসার তলায় লকলকে আগুন,
সেও কি অক্টোবরের মতো রাগী?
গাছ হারিয়েছি,
আজ দানা হয়ে বেঁচে থাকা কেবল
অপেক্ষায় থাকি, দেখি নভেম্বরের মহিমা কেমন
৩১.১০.২০২১
২.
জলাশয়ের পাশে মাটির চাতাল
আকাশের তুলো ও পাখির ছায়া পড়ে জলে,
মন ও শরীরে ছায়া দেয় মা!
দু’ই ভাই কূশাসনে বসে পিন্ড নির্মাণ করি
চাল ও তিলের মণ্ডে কলা ভেঙে মাখি
মাখি যব, মধু ও ঘি…
গঙ্গাজলে ধৌত করি দ্বি-পাক্ষিক কল্পিত-অসুচি
মা তো সুচির ইমারত,
তারও কি অসুচি থাকে কোনও?
৪.১১.২০২১
৩.
মা চলে গেলে ঘরে শুন্যতা পড়ে থাকে
মা থাকেন সজ্জিত চিত্রপটে
সাদা পুস্প ও চন্দনের টিপ তোমাকে, আবারও
অপরূপ করে তুলেছে
তুমি দেখো, আমাদের ভুজ্যি ও পিণ্ডদান
তুমি দেখো ষোড়শ উপচার
তুমি দেখো, সজ্জাবস্ত্র, ছত্র ও পাদুকা
সাজিয়ে শ্রাদ্ধে বসেছি আমরা…
তিল, দূর্বা ও তুলসীর গায়ে লেপ্টে আছে ঘি
যেভাবে তুমি, থাকবে চিরকাল!
৫.১১.২০২১

