কবি ও আলোকগামী
: বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
ময়ূর আর ময়ূরী কথা শোনাতে গিয়ে তাঁকে
টেলিফোনে ই বকুনি খেতে যতটা ছিল বাকি
পার্থপ্রিয় বেহুঁশ হলে ফোনেই ডাকাডাকি
পরে বলেন,পড়েইছি তো বিগত বৈশাখে।
তর্কপ্রিয় সমুজ্জ্বল বিরল উচ্ছ্বাসে
‘পরের বার যাদবপুরে আসছ তুমি,ভোরে
পার্থ সহ,অসুখ নয়, কবিতা নিয়ে জোড়ে
আলাপ হবে দীর্ঘসূত্রতার প্রতিভাষে’
হলনা যাওয়া,নিদাঘশেষে,
আলোর প্রতিবেশী
উড়ানযান থামল এক অচিনপুর দেশে
বাউল আর ডিলান যেন মিলল অবশেষে
রুদ্ধবাক,আমি কি আর চেয়েছি তার বেশি!
গভীর রাত ফোন হঠাৎ মেধাবী সজ্জন
জানান তিনি আলোকগামী অলোকরঞ্জন!
CATEGORIES কবিতা
অপূর্ব স্মরণ! শেষ পংক্তিদ্বয় মৃত নয়, জীবিত কবিকেই মানসপটে পরিস্ফুট করে।
খুব সুন্দর ।☺